
অনলাইন ডেস্ক : নভেম্বরে একমাত্র প্রীতি ম্যাচে আফ্রিকান সফরে যাচ্ছে আর্জেন্টিনা। যার জন্য ঘোষিত স্কোয়াড থেকে প্রথমে ছিটকে পড়েন তারকা মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। এবার একসঙ্গে ছিটকে গেলেন আরও তিনজন। এর মধ্যে আছেন অভিজ্ঞ তারকা হুলিয়ান আলভারেজ, নাহুয়েল মোলিনা ও জিউলিয়ানো সিমিওনে। স্প্যানিশ ক্লাব অ্যাতলেটিকো মাদ্রিদের এই তিন ফুটবলার বাধ্যতামূলক ইয়েলো ফেভার ভ্যাক্সিন নেননি। আগামী ১৪ নভেম্বর আফ্রিকান দেশ অ্যাঙ্গোলার সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। দেশটিতে প্রবেশে ওই ভ্যাক্সিন বা প্রতিষেধক গ্রহণ করতে হবে লিওনেল স্কালোনির স্কোয়াডে থাকা প্রত্যেক ফুটবলারকে। অন্যথায় তারা অ্যাঙ্গোলায় প্রবেশের অনুমতি পাবেন না। নির্ধারিত সময়ে দলে যোগ দিয়ে ইয়েলো ফেভারের প্রতিষেধক নিতে ব্যর্থ হয়েছেন আলভারেজ, মোলিনা ও সিমিওনে। সে কারণে তাদের স্কোয়াডের বাইরে রাখার কথা জানিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। এএফএ’র বিবৃতিতে বলা হয়েছে, ‘ইয়েলো ফেভার ভ্যাক্সিনের জন্য...
Developed by BDITHOST