নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা শুক্রবার। রাত ৮:২৭। ৯ মে, ২০২৫।

হযরত শাহমখদুমের মাজার পরিদর্শনে ভারতীয় সহকারী হাইকমিশনার

এপ্রিল ১১, ২০২৩ ৭:১১ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার আজ মঙ্গলবার হযরত শাহমখদুম রূপশ (র.)-এর মাজার পরিদর্শন করেছেন। বেলা ১১টার দিকে রাজশাহী মহানগরীর দরগাপাড়া এলাকায় হযরত শাহমখদুম রূপশ (র.)-এর মাজার পরিদর্শনে যান তিনি।

এ সময় তিনি মাজারের পাশে হযরত শাহমখদুম রূপশ (র.)-এর প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এরপর মাজারের খাদেম ও পরিচালনা কমিটির সদস্যদের সাথে কথা বলেন।

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনে আসার পর থেকে মনোজ কুমার উত্তরাঞ্চলের বিভিন্ন ঐতিহাসিক স্থান পরিদর্শন করেছেন। এর অংশ হিসেবে তিনি হযরত শাহমখদুম রূপশ (র.)-এর মাজারের মতো পবিত্র স্থানও পরিদর্শন করলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।