নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা শনিবার। বিকাল ৪:৫২। ৯ আগস্ট, ২০২৫।

হরতাল সমর্থনে নগরীতে বিএনপির বিক্ষোভ মিছিল, ছয় নেতাকর্মী আটক

নভেম্বর ১৮, ২০২৩ ৯:২৫
Link Copied!

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে হরতালের সমর্থনে মিছিল বের করলে পুলিশ বিএনপির ছয় নেতাকর্মীকে আটক করেছে। শনিবার সন্ধ্যায় রাজশাহী নগরীর সাহেববাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার পর নগরীর আরডিএ মার্কেটের সামনে থেকে ছোট একটি মিছিল বের করা হয়। মিছিলে দলটির নেতা ও সাবেক সিটি মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, নগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈসাও অংশ নেন। মিছিলটি একটু এগোলেই পুলিশ এসে ধাওয়া দেয়। এ সময় মিছিল থেকে ছয়জনকে আটক করে পুলিশ।

আরও পড়ুনঃ  বিএনপি পরিবারের সবাইকে নিয়েই সম্মেলন হবে: মিলন

এ সময় দৌড়াতে গিয়ে নগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈসার চশমা পড়ে যায়। তখন তিনি পড়ে যান। তবে পুলিশ মোসাদ্দেক হোসেন বুলবুল ও এরশাদ আলী ঈসাকে আটক করেনি।

আরও পড়ুনঃ  দুর্গাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তরুণ বাউল ডালিমের মর্মান্তিক মৃত্যু

নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, সন্ধ্যায় বিএনপির কয়েকজন নেতাকর্মী হরতালে সমর্তনে মিছিল বের করে। অনুমতি না থাকায় পুলিশ এতে বাধা দেয়। এ সময় নেতাকর্মীরা পুলিশের ওপর চড়াও হলে ছয়জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

আরও পড়ুনঃ  হামলার পর ফাঁকা বাগসারা সাঁওতালপাড়া

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।