
স্টাফ রিপোর্টার : আগামী ১৭ জুলাই রাজশাহী মেট্রোপলিটন এলাকার পবা উপজেলাধীন কাটাখালী থানার হরিয়ান ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষ্যে সংশ্লিষ্ট এলাকায় আগ্নেয়াস্ত্র বহন বা প্রদর্শন ও আগ্নেয়াস্ত্র-সহ চলাফেরায় এবং বিভিন্ন যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। গতকাল ১২ই জুলাই ২০২৩ খ্রিষ্টাব্দ আরএমপি’র পুলিশ কমিশনার মো: আনিসুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার) কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, নির্বাচন উপলক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগ, রাজনৈতিক অধিশাখার নির্দেশনার আলোকে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৭ (ক)(১) ধারার বিধান মোতাবেক সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানের নিমিত্ত রাজশাহী মহানগরী পুলিশ আইন ১৯৯২ এর ২৯ এর (১)(ক) ধারার প্রদত্ত ক্ষমতাবলে ভোটগ্রহণের পূর্বে ০৪ (চার) দিন, ভোট গ্রহণের দিন এবং ভোটগ্রহণের পরের ০৫ (পাঁচ) দিন; মোট...
Developed by BDITHOST