
স্টাফ রিপোর্টার: রাজশাহীর পবা উপজেলার হরিয়ান ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী জেবর আলী। মোটরসাইকেল প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৫ হাজার ৬৭০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জামায়াত নেতা জালাল উদ্দিন চশমা প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৭০ ভোট। আর আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আবুল হোসেন ৪ হাজার ১২৯ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন। সোমবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৯টি কেন্দ্রে বিরতিহীনভাবে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ চলে। ভোটগ্রহণ শেষে কেন্দ্র থেকেই ফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তারা। ৯টি কেন্দ্র থেকে পাওয়া তথ্যমতে ভোটের এই ফল জানা গেছে। নির্বাচনে চেয়ারম্যান পদে মোট ছয়জন প্রার্থী অংশ নেন। অন্য তিন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় আসতে পারেননি। এই নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হওয়া জেবর আলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ...
Developed by BDITHOST