নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ রবিবার। রাত ১২:১০। ১৮ জানুয়ারি, ২০২৬।

হলিউডের নায়িকার সঙ্গে ইলন মাস্কের ছড়িয়ে পড়া ছবিগুলো কি আসল?

জানুয়ারি ১৭, ২০২৬ ৯:৩৪
Link Copied!

অনলাইন ডেস্ক : জনপ্রিয় হলিউড অভিনেত্রী সিডনি সুইনি বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের প্রেম পড়েছেন, সাম্প্রতিক সময়ে এমন গুঞ্জনে উত্তাল নেটমাধ্যম। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবি ঘিরেই এই উত্তেজনা তুঙ্গে। ভাইরাল সেই ছবিগুলোতে তাদের দুজনকে অন্তরঙ্গ অবস্থায় দেখা গেলেও আদতে এর পেছনে ভিন্ন এক সত্য!

মূলত, ‘এক্স’-এ (সাবেক টুইটার) এর একটি অ্যাকাউন্ট থেকে মাস্ক ও সুইনির কিছু ছবি পোস্ট করা হয়। একটি ছবিতে তাদের দুজনকে চুম্বনরত অবস্থায় দেখা যায়, অন্যটিতে দেখা যায়, তারা একে অপরের দিকে তাকিয়ে আছেন। আরেকটি ছবিতে দেখা যায়, লস অ্যাঞ্জেলেসের একটি রেস্তোরাঁয় পাপারাজ্জিদের ভিড়ের মাঝে তারা একসঙ্গে হাঁটছেন। পোস্টটির ক্যাপশনে দাবি করা হয়, ইলন মাস্ক ও সিডনি সুইনি একে অপরের সঙ্গে ডেট করছেন। আর তা মুহূর্তেই লাখ লাখ মানুষের নজরে আসে; বিশ্বজুড়ে নেটিজেনদের আলোচনার কেন্দ্রে চলে যায়।

আরও পড়ুনঃ  ৮০০ বিক্ষোভকারীর ফাঁসির দণ্ড কার্যকর স্থগিত করল ইরান

তবে কিছু আন্তর্জাতিক ফ্যাক্ট চেকিং সাইট বিষয়টি নিয়ে অনুসন্ধানে নামে। তাতে উঠে আসে, ছবিগুলো আসল নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই জেনারেটেড। যার মাধ্যমে এই ভুয়া ছবিগুলোর সৃষ্টি হয়েছে। গুগল জেমিনি এআই-এর বিশেষ টুল ‘সিনথ আইডি ডিটেক্টর’ -এর মাধ্যমে পরীক্ষা করে দেখা গেছে, ছবিগুলোতে এআই-এর ডিজিটাল জলছাপ রয়েছে। অর্থাৎ, এগুলো প্রযুক্তির কারসাজি ছাড়া আর কিছুই নয়।

আরও পড়ুনঃ  পাকা কুমড়ার ভ্রাম্যমাণ কেনাবেচা

এদিকে আন্তর্জাতিক গণমাধ্যমের ভাষ্য- গুগল, বিং বা ইয়াহু’র মতো সার্চ ইঞ্জিনগুলোতেও এই জুটির প্রেমের বিষয়ে কোনো বিশ্বাসযোগ্য তথ্য বা সংবাদ পাওয়া যায়নি। বিশেষজ্ঞরা বলছেন, মাস্ক এবং সুইনির মতো বড় দুই তারকার মধ্যে সত্যিই কোনো সম্পর্ক থাকলে তা অবশ্যই আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনাম হতো।

আরও পড়ুনঃ  চট্টগ্রামকে ১২৫ রানে অলআউট করল রাজশাহী

সিডনি সুইনি বর্তমানে জনপ্রিয় মিউজিক ম্যানেজার স্কুটার ব্রাউনের সঙ্গে সম্পর্কে রয়েছেন বলে জানা গেছে। গত বছরের সেপ্টেম্বর থেকে তাদের দুজনকে বিভিন্ন স্থানে একসঙ্গে দেখা গেছে। তাদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবিও হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনাম।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।