
বিনোদন ডেস্ক : নতুন ছবি ‘ফাটাফাটি’ নিয়ে এখন খবরে থাকছেন ঋতাভরী চক্রবর্তী। ছবির প্রচারেও ব্যস্ত সময় কাটাচ্ছেন। এবার ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুললেন। ঋতাভরী ও প্রেমিক তথাগতের সম্পর্ক নিয়ে আলোচনা চলছেই। সম্প্রতি ঋতাভরীকে ট্যাগ করে তথাগত এক পোস্টে লেখেন, ‘আমার ব্যক্তিগত সম্পর্কের বিষয়ে আমার পরিবারের মতামতের খবর সম্পূর্ণ ভিত্তিহীন। আমি একটি উদারপন্থী পরিবারে থেকে এসেছি। যেখানে আমাদের প্রত্যেককে যথেষ্ট জায়গা দেওয়া হয় নিজের বিষয় সিদ্ধান্ত নেওয়ার জন্য। আমাদের ব্যক্তিগত সম্পর্কের মধ্যে হস্তক্ষেপেও কেউ বিশ্বাস করে না। ঋতাভরীকে তারা সব সময়ই ভালোবাসে। আমরা শান্তিতে আমাদের ব্যক্তিগত জীবনযাপন করছি। দয়া করে আমাদের একা ছেড়ে দিন।’ ওই পোস্টে এক কমেন্টে ঋতাভরী লেখেন, ‘সব সাংবাদিকদের বলছি, দয়া করে একটু সঠিক খবর দিন। হলুদ সাংবাদিকতা বন্ধ করুন। কিছু মর্যাদা রাখুন। শুধু লিখতে হবে বলে কিছু...
Developed by BDITHOST