স্টাফ রিপোর্টার : মুক্তির আগেই দর্শকদের দোলা দেয় নির্মাতা মেজবাউর রহমান সুমনের সিনেমা ‘হাওয়া’। মুক্তির পর ছবিটি ব্যবসা সফলও হয়। তবে নির্মাণের পরও এই ছবির নির্মাতা ভেবেছিলেন, দর্শক ছবিটি দেখবে না। নিজের মুখেই সে কথা বলেছেন নির্মাতা মেজবাউর রহমান সুমন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চলচ্চিত্রবিষয়ক গবেষণা পত্রিকা ‘ম্যাজিক লণ্ঠন’ এর ‘ম্যাজিক লণ্ঠন কথামালা ১০’ শিরোনামে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ্ অ্যাকাডেমিক ভবনের ১৫০ নম্বর কক্ষে ‘সাম্প্রতিক চলচ্চিত্র প্রবণতাতে ‘হাওয়া’র গড়ে ওঠা/নির্মাণ’ শীর্ষক অনুষ্ঠানে কথা বলেন তিনি। মেজবাউর রহমান সুমন বলেন, ‘এই ছবিটা দর্শক দেখবে না বলেই মনে হয়েছিল। এর পেছনে অনেক কারণও আছে। এরমধ্যে এই সিনেমায় নাচগান নেই, অ্যাকশন নেই- অনেক কিছুই নেই। তবে এটা গণমানুষের গল্পের ছবি বলে দর্শকেরা দেখেছে। এখন একটা সিনেমাই...
Developed by BDITHOST