
তানোর প্রতিনিধি : রাজশাহীর তানোরে পুলিশ পরিচয়ে গ্রেফতারের ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। উপজেলার বাধাইড় ইউনিয়নের শিকপুর দিয়াড়াপাড়া গ্রাম থেকে শুক্রবার সন্ধ্যায় তাঁদের গ্রেফতার করা হয়। আজ শনিবার তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বিষয়টি নিশ্চিত করে জানান, তিনজনকে গ্রেফতারের পর দেহ তল্লাশি করে বিভিন্নজনের কাছে থেকে আদায় করা টাকা উদ্ধার করা হয়েছে। এ সময় তাঁদের কাছে ভুয়া অডিট অফিসারের আইডি কার্ডও পাওয়া যায়। গ্রেফতার তিনজন হলেন— তানোর উপজেলার বাসিন্দা এলাকার রাকিব হোসেন (৩০), আড়াদিঘির গ্রামের তৌহিদুল ইসলাম (২৫) ও দেবীপুর এলাকার মুন্না সরকার (২৩)। পুলিশ জানায়, শুক্রবার রাতে উপজেলার বাধাইড় ইউনিয়নের শিকপুর গ্রামে দিয়ারা পাড়ায় পুলিশ পরিচয় দিয়ে কয়েকজন ক্ষুদ্র নৃগোষ্ঠী অধ্যুষিত গ্রামে যান। সেখানে লোকদের হাতকড়া পরিয়ে গ্রেফতারের ভয় দেখিয়ে বিভিন্ন জনের...
Developed by BDITHOST