
স্টাফ রিপোর্টার: দলীয় সিদ্ধান্তে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী মুরশিদ আলম রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচন বর্জন করলেও ভোট প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে মনে করেন আওয়ামী লীগের প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন। তিনি বলেছেন, ‘জাতীয় পার্টি ও জাকের পার্টির মেয়রপ্রার্থী নির্বাচনে আছেন। তাই নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ না হওয়ার কোন কারণ নেই। তারা নিশ্চয় তাদের প্রচার-প্রচারণা বাড়াবেন। নির্বাচন জমিয়ে তুলবেন।’ মঙ্গলবার রাজশাহী মহানগরীর সাহেববাজার কাঁচাবাজারে গণসংযোগ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে সাহেববাজার মাস্টারপাড়া কাঁচাবাজার, মাছপট্টি, মাংসপট্টিতে ব্যবসায়ী ও ক্রেতাদের সাথে গণসংযোগ করেন ও লিফলেট বিতরণ করেন। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য খায়রুজ্জামান লিটন সাংবাদিকদের বলেন, ‘ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচন করার মানসিকতা শেষ পর্যন্ত ধরে রাখা উচিত ছিল। কেন সরে গেল সেটা তারাই বলতে পারবে। তারা নির্বাচন বর্জন করলেও তাদের...
Developed by BDITHOST