
বন্য হাতির পাল এসেছে নালিতাবাড়ীর মধুটিলা এলাকার জঙ্গলে। এই মধুটিলা এলাকার পূর্ব সমুশ্চুড়া গ্রামের বাসিন্দা জিয়াউল হক। পেশায় কৃষক, করেন ধান চাষ। সমুশ্চুড়া গ্রামের পাহাড়ের ঢালের নিচু জলাভূমিতে বোরো ধানের আবাদ করেছেন। এলাকার পাহাড় জঙ্গলে বুনো হাতির পাল আসার খবর শুনে ফসল রক্ষার জন্য জমির চারপাশে জিআই তার দিয়ে ঘেরাও দিয়ে দিলেন তিনি। অতঃপর জেনারেটরের সাথে সংযোগ দিয়ে বানিয়ে ফেললেন উচ্চ ভোল্টেজের ইলেকট্রিক ফেন্সিং। রাত ১০ টা নাগাদ খাবারের খোঁজে বুনো হাতির দল টিলা ও জঙ্গল থেকে বের হয়ে নেমে আসলো সমতলের দিকে। সে সময়ে সমুশ্চুড়া গ্রামের পাহাড়ের ঢালে জিয়াউল হকের পাতা বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে মারা পড়লো একটি হাতি। পরদিন খবর পেয়ে “বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চল, শেরপুর” এর বিভাগীয় রেঞ্জ কর্মকর্তার মামলায় পুলিশ জিয়াউল হককে গ্রেফতার করে। জব্দ...
Developed by BDITHOST