অনলাইন ডেস্ক : জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান 'ইত্যাদি'-র নতুন পর্ব ধারণ করা হয়েছে সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামের উলিপুরে। অনুষ্ঠানটির এবারের আয়োজন সাজানো হয়েছে উত্তরাঞ্চলের কৃষ্টি, ঐতিহ্যসহ তথ্যসমৃদ্ধ নানা বিষয় নিয়ে। হানিফ সংকেতের রচনা, পরিচালনা ও উপস্থাপনায় নির্মিত এই পর্বটি আগামী ৩১ অক্টোবর রাত ৮টায় প্রচারিত হবে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি)। ফাগুন অডিও ভিশন অনুষ্ঠানটি নির্মাণ করেছে। এবারের পর্বে থাকছে দুটি বিশেষ গান। অনুষ্ঠানের শুরুতেই কুড়িগ্রাম জেলার কৃষ্টি ও ইতিহাস নিয়ে মনিরুজ্জামান পলাশের কথায় একটি পরিচিতিমূলক গান পরিবেশিত হবে। গানটিতে কণ্ঠ দিয়েছেন রাজিব ও তানজিনা রুমা। এর সুর করেছেন হানিফ সংকেত এবং সংগীতায়োজন করেছেন মেহেদী। এই গানের সঙ্গে স্থানীয় প্রায় অর্ধশত নৃত্যশিল্পী কোরিওগ্রাফার এস কে জাহিদের নির্দেশনায় দৃষ্টিনন্দন নৃত্য পরিবেশন করেছেন। এছাড়াও, চিলমারীর ভাওয়াইয়া সম্রাট আব্বাসউদ্দীন আহমদের গাওয়া বিখ্যাত গান 'ও কি গাড়িয়াল ভাই'...
Developed by BDITHOST