নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ রবিবার। রাত ১:৪৮। ৩১ আগস্ট, ২০২৫।

হানিয়ার এই গ্ল্যামারাস লুক ঝড় তুলছে নেটমাধ্যমে

আগস্ট ৩০, ২০২৫ ৬:৫৩
Link Copied!

অনলাইন ডেস্ক : নিজের ক্যারিয়ারে একের পর এক সাফল্য ভরিয়ে দিচ্ছেন পাকিস্তানি তারকা হানিয়া আমির। সদ্যই আইএমডিবি প্রকাশিত ২০২৫ সালের বিশ্বের সেরা সুন্দরী অভিনেত্রীর তালিকায় ৩য় স্থান অর্জন করে পাকিস্তানের জন্য গর্ব বয়ে এনেছেন এই ললিউড তারকা। এমন আবহে হানিয়াকে নিয়ে নেটিজেনদের যেমন প্রশংসা তেমন রয়েছে তার প্রতি মুগ্ধতাও! সম্প্রতি তার প্রকাশিত কিছু লুক ভিন্ন মাত্রা যোগ করল তাতে।

আরও পড়ুনঃ  তারুণ্যের উৎসব নতুন বাংলাদেশ গড়ার প্রেরণা হয়ে উঠবে

সদ্যই ইনস্টাগ্রামে তিনটি ছবিতে নিজেকে এক গ্ল্যামারাস-ভিন্ন লুকে ধরা দিলেন হানিয়া আমির। ছবিতে দেখা যায়, ঝলমলে গাঢ় মেরুন শেডের লং গাউন পরে তিনি হাজির হয়েছেন। কাঁধে প্যাড-স্টাইল ডিজাইন আর শরীরের সঙ্গে মানানসই ফিট কাট; যা তার সাজে এনেছে বাড়তি আভিজাত্য।

আরও পড়ুনঃ  বাগমারায় নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা কমিটির সভা ও কুইজ প্রতিযোগিতা

এদিন তার চুলের স্টাইলেও দেখা গেছে ভিন্নতা। হালকা কার্ল করা খোলা চুল। এছাড়াও উজ্জ্বল মেকআপ ও স্টাইলিশ পোজে ভক্তদের মন জয় করেছেন এই তারকা।

হানিয়ার এই ছবিগুলো প্রকাশের পর মুহূর্তেই ঝড় তোলে সামাজিক মাধ্যমে। ইতোমধ্যেই পোস্টটিতে লাখেরও বেশি প্রতিক্রিয়া জমা পড়েছে। ভক্তরাও মন্তব্যঘরে ভালোবাসা ঢেলে দিচ্ছেন।

আরও পড়ুনঃ  নুরের ওপর হামলার ঘটনায় কেউ ছাড় পাবে না- সরকারের বিবৃতি

উল্লেখ্য, হানিয়া সম্প্রতি বলিউডে পা রেখেছেন ‘সর্দারজি থ্রি’ ছবির মাধ্যমে। পাকিস্তানসহ আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হয়েছে ছবিটি। তবে পাকিস্তানের টিভি নাটক ও চলচ্চিত্রে অভিনয় করে কোটি ভক্তের প্রিয় হয়ে উঠেছেন এই তারকা। সামাজিক মাধ্যমেও রয়েছে তার ব্যাপক অনুসারী; বর্তমানে ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা ১ কোটি ৮০ লাখেরও বেশি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।