অনলাইন ডেস্ক : ১৮ নভেম্বর ভারতের বিরুদ্ধে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচের আগে আফগানিস্তানের বিপক্ষে একটি হোম ম্যাচ খেলবে বাংলাদেশ। এই ম্যাচ খেলার সুবিধার্থেই মূলত বাফুফে আফগানিস্তান-মিয়ানমার এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ আয়োজন করবে। ৮-১৪ নভেম্বর জাতীয় স্টেডিয়ামে এশিয়ান আরচ্যারি চ্যাম্পিয়নশিপ থাকায় বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচের ভেন্যু নিয়ে সংকট তৈরি হয়েছে। আরচ্যারি ফেডারেশন ৮-১৪ নভেম্বর ঢাকায় জাতীয় স্টেডিয়ামে এশিয়ান আরচ্যারি চ্যাম্পিয়নশিপ আয়োজন করবে। জাতীয় ক্রীড়া পরিষদের কাছ থেকে তারা কয়েক মাস আগেই অনুমতি পত্র নিয়েছে। ফলে এই ভেন্যুতেই এশিয়ান আরচ্যারি করতে চান ফেডারেশনের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ, 'এশিয়ান আরচ্যারি ফেডারেশন থেকে আমাদের এই ভেন্যু ইতোমধ্যে স্বীকৃতি। এই ভেন্যুকে কেন্দ্র করেই আমরা আবাসন, নিরাপত্তা ও অন্য পরিকল্পনা বাস্তবায়নের শেষ পর্যায়ে রয়েছি। ফুটবল ফেডারেশন যদি আমাদের সঙ্গে সমন্বয় করে ম্যাচ আয়োজন করতে পারে করবে কিন্তু আমাদের...
Developed by BDITHOST