অনলাইন ডেস্ক : বেশ কয়েকজন তারকা ফুটবলার ক্লাব ছাড়ায় লেস্টার সিটির আর্মব্যান্ড উঠল বাংলাদেশি তারকা হামজা দেওয়ান চৌধুরীর হাতে। দৃষ্টিনন্দন এক গোলে তিনি দলকে লিডও এনে দেন। তবে হাডার্সফিল্ড টাউনের বিপক্ষে দুই দফায় লিড নিয়েও নির্ধারিত সময়ে সমতা নিয়ে ফেরে লেস্টার। এরপর টাইব্রেকারে ৩-২ ব্যবধানে হেরে হামজার দল কারাবাও কাপ থেকে ছিটকে গেছে। ইংলিশ কারাবাও কাপের প্রথম রাউন্ডের ম্যাচে গতকাল (বুধবার) রাতে আকু স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই দল। যেখানে বলের পজেশন থেকে শুরু করে প্রতিটি বিভাগেই এগিয়ে ছিল লেস্টার। তবে ডেডলাইন ভাঙতে অপেক্ষা করতে হয় ৫৪ মিনিট পর্যন্ত। হামজা বক্সের ভেতর থেকে নেওয়া জোরালো চোখধাঁধানো গোলে লেস্টারকে প্রথম দফায় এগিয়ে দেন। প্রতিপক্ষ হাডার্সফিল্ড ফুটবলার বক্সে বল ক্লিয়ার করতে গিয়ে হামজার পায়ে মেরে বসেন। প্রথমে পা দিয়ে বল কিছুটা ভাসিয়ে জোরালো...
Developed by BDITHOST