অনলাইন ডেস্ক : খুব শিগগিরিই বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও রাজনীতিবিদ স্বামী রাঘব চাড্ডার সংসারে আসছে নতুন সদস্য। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় ঘনিয়ে আসায় এরই মধ্যে অভিনেত্রীকে দিল্লির একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তারকা দম্পতির ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছে, যেকোনো মুহূর্তেই মিলতে পারে এই সুখবর। তবে পরিণীতি কিংবা রাঘবের পক্ষ থেকে এখনও এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি প্রকাশ করা হয়নি। চলতি বছরের আগস্ট মাসে পরিণীতি এবং তার স্বামী রাঘব চাড্ডা সামাজিক যোগাযোগ মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছিলেন যে, তাদের কোল আলো করে আসছে প্রথম সন্তান। ইনস্টাগ্রামে একটি কেকের ছবি পোস্ট করেছিলেন এই দম্পতি, যেখানে লেখা ছিল, ‘এক যোগ এক সমান সমান তিন।’ সেই সঙ্গে অভিনেত্রী লিখেছিলেন, ‘আমাদের ছোট পৃথিবী আসতে চলেছে। কতটা যে ধন্য, ভাষায় প্রকাশ...
Developed by BDITHOST