স্টাফ রিপোর্টার, তানোর: রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা পৌর এলাকার অসহায়-দরিদ্র ৪০ পরিবারে মধ্যে পাঁচ হাজার টাকার অর্থ সহামতা কার্ড বিতরণ করা হয়েছে। সহায়তার অর্থ পেয়ে দরিদ্র এসব পরিবারের মানুষের মুখে হাসি ফুটেছে। বুধবার সকাল ১০ ঘটিকার সময় মুন্ডুমালা পৌরসভার কনফারেন্স হল রুমে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা প্রকল্প (ডাসকো) অর্থায়নে করোনায় ক্ষতিগ্রস্থ সুবিধা বঞ্চিত জনগোষ্ঠির মধ্যে এ অর্থ সহায়তা কার্ড দেয়া হয়। অর্থ সহায়তা সভায় সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা প্রকল্প (ডাসকো) মুন্ডুমালা পৌরসভায় দায়িত্বপ্রাপ্ত সাহানাজ পারভীর এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মুন্ডুমালা পৌর মেয়র সাইদুর রহমান। পৌর মেয়র সাইদুর রহমান বলেন, পৌর এলাকার সব চেয়ে বেশি দরিদ্র আদিবাসি জনগোষ্ঠী। তাই তাদের মধ্যে এ অর্থ সহায়তা কার্ড বিতরণ করা হয়েছে। প্রতিটি কার্ডে পোষ্ট অফিসের মাধ্যমে ৫ হাজার টাকা করে পাবেন।
Developed by BDITHOST