নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বুধবার। বিকাল ৩:৫৯। ৬ আগস্ট, ২০২৫।

হিজবুল্লাহর হুঁশিয়ারি, ‘এক ঘণ্টার মধ্যেই ধ্বংস হতে পারে ইসরায়েলের নিরাপত্তা’

আগস্ট ৬, ২০২৫ ১:০২
Link Copied!

অনলাইন ডেস্ক : লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর মহাসচিব শেখ নাঈম কাসেম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরায়েল গত আট মাস ধরে যে নিরাপত্তা নিশ্চিত করে এসেছে, তা মাত্র এক ঘণ্টার মধ্যেই ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংস হয়ে যেতে পারে। মঙ্গলবার (৫ আগস্ট) এক টেলিভিশন ভাষণে তিনি এই মন্তব্য করেন।

এই ভাষণ তিনি দিয়েছেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) শহীদ ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাঈদ ইজাদির শাহাদতের ৪০তম দিন উপলক্ষে। জেনারেল ইজাদিকে ‘ফিলিস্তিনের পক্ষে জীবন উৎসর্গকারী একজন ইরানি শহীদ’ হিসেবে বর্ণনা করেন হিজবুল্লাহ নেতা।

আরও পড়ুনঃ  সুন্দরবন স্কয়ার মার্কেট ঝুঁকিপূর্ণ ছিল, ফায়ার সার্ভিসও সতর্ক করেছিল

নাঈম কাসেম বলেন, লেবাননে প্রতিরোধ শক্তি সংগঠিত, সুসংহত এবং দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষায় সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। তিনি অস্ত্র সমর্পণের জন্য আন্তর্জাতিক চাপ প্রত্যাখ্যান করে বলেন, এই চাপ লেবাননের স্বার্থ নয়, বরং ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তৈরি।

তিনি আরও বলেন, শহীদ হাজ রমজান সবসময় ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলোর ঐক্যের পক্ষে ছিলেন এবং হিজবুল্লাহ যেন তাদের পাশে থাকে, সে বিষয়টি নিশ্চিত করতেন। আল-আকসা অভিযানকে তিনি ‘অলৌকিক ঘটনা’ হিসেবে উল্লেখ করতেন।

আরও পড়ুনঃ  বাঘায় ২৪ এর গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জামায়াতের গণমিছিল ও সমাবেশ

বৈরুত বন্দরের বিস্ফোরণ নিয়ে কথা বলতে গিয়ে নাঈম কাসেম বলেন, হিজবুল্লাহ চায় তদন্ত দ্রুত শেষ হোক এবং দোষীদের শাস্তি নিশ্চিত করা হোক।

এ ছাড়া মার্কিন দূত টম ব্যারাকের একটি প্রস্তাব প্রত্যাখ্যান করে তিনি বলেন, ‘এই প্রস্তাব ইসরায়েলের স্বার্থ রক্ষা করে, কিন্তু লেবাননের প্রতিরক্ষার চাহিদাকে উপেক্ষা করে।’

যুক্তরাষ্ট্রের উদ্দেশে কাসেম অভিযোগ করেন, তারা চায় না লেবানন সেনাবাহিনী এমন কোনো অস্ত্র অর্জন করুক, যা ইসরায়েলের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে।

হিজবুল্লাহ কখনোই লেবানন সরকারের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেনি বলেও দাবি করেন তিনি। তার প্রশ্ন—‘যদি হিজবুল্লাহ অস্ত্র ছেড়ে দেয়, তাহলে লেবাননকে কে রক্ষা করবে?’

আরও পড়ুনঃ  নির্বাচন ছাড়া কোনো কিছুতেই বিশ্বাস করি না: মির্জা ফখরুল

পরিশেষে হিজবুল্লাহ মহাসচিব বলেন, ইসরায়েলি নেতারাও স্বীকার করেছেন—প্রতিরোধ শক্তি অস্ত্র না ফেলা পর্যন্ত তাদের আগ্রাসন থামবে না। তাই হিজবুল্লাহ অস্ত্র তুলে রাখলেও দখলদার ইসরায়েলের আগ্রাসন বন্ধ হবে না।-ইত্তেফাক

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।