ভারত থেকে এলসি করা গম আমদানি করতে পারছেন না দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দরের আমদানিকারকরা। গত ১৩ মে ভারত সরকার গম রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করলেও ১২ মে তারিখে এলসি করা গম বাংলাদেশে রপ্তানির সিদ্ধান্ত হয়। কিন্তু সেই গম ঠিকমতো রপ্তানি করা হচ্ছে না। ফলে আর্থিকভাবে ক্ষতির মুখে পড়েছেন আমদানিকারকরা। এদিকে গত রবিবার ভারত থেকে দুটি গমবোঝাই ভারতীয় ট্রাক দেশে প্রবেশ করলেও গতকাল সোমবার (৩০ মে) কোনো গমবাহী ট্রাক বন্দরে প্রবেশ করেনি। ফলে বন্দরের ওপারে ৫০০-৬০০ গমের ট্রাক আটকা পড়েছে। যার পরিমাণ হবে ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৬০০ মেট্রিক টন। বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট রবিউল ইসলাম সুইট জানান, গত ১২ মে পর্যন্ত হওয়া এলসির বিপরীতে গম রপ্তানির আশ্বাস দিলেও তা পাঠানো হচ্ছে না। এতে করে বন্দরের ওপারে হিলি, ত্রিমহনী ও...
Developed by BDITHOST