স্টাফ রিপোর্টার: হুমকিতে ভয় পেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন স্থানীয় এক আওয়ামী লীগ নেতা। তার নাম সুরঞ্জিত সরকার। তিনি জেলা আওয়ামী লীগের সদস্য এবং মোহনপুর উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি। স্থানীয় এমপি আয়েন উদ্দিনের সঙ্গে তার পূর্ববিরোধ রয়েছে। গত শুক্রবার মোহনপুর থানায় জিডি করেছেন আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সরকার। এতে তিনি বলেছেন, গত ১৪ মে মোহনপুরের খয়রা এলাকায় মিরাক্কেল কিংডং ওয়াটার পার্কে ব্যাপক ভাঙচুর চালায় এমপি আয়েনের অনুসারীরা। পার্কের উদ্বোধনী অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতিমÐলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র খায়রুজ্জামান লিটনকে প্রধান অতিথি করা হয়। কিন্তু এ অনুষ্ঠানে এমপি আয়েনকে আমন্ত্রণ জানায়নি পার্ক কর্তৃপক্ষ। এমপি আয়েনকে অতিথি না করায় তিনি মনোক্ষুণœ হন। একারণে পার্কে ভাঙচুর চালান এমপির অনুসারীরা। এরপর বিষয়টি নিয়ে গণমাধ্যমে প্রকাশিত একটি সংবাদ তিনি...
Developed by BDITHOST