নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা শনিবার। রাত ১০:৫০। ৯ আগস্ট, ২০২৫।

হুমা কুরেশির ভাইকে কোপানোর আগে ব্যাপক মারধর, ভিডিও ভাইরাল

আগস্ট ৮, ২০২৫ ১০:০৪
Link Copied!

অনলাইন ডেস্ক : দিল্লির নিজামুদ্দিন এলাকায় গাড়ি পার্কিংকে কেন্দ্র করে প্রাণ হারালেন বলিউড অভিনেত্রী হুমা কুরেশির চাচাতো ভাই আসিফ কুরেশি। বৃহস্পতিবার গভীর রাতে এই মর্মান্তিক ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। এই খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আসিফ কুরেশি স্ত্রীর দাবি, এর আগেও তার স্বামীর ওপর হামলার চেষ্টা করেছিল অভিযুক্তরা। এবার এই হত্যাকাণ্ডের সিসিটিভি ভিডিও ফুটেজ প্রকাশ্যে এলো- যা সামাজিক মাধ্যমে ভাইরাল।

আরও পড়ুনঃ  রাজশাহীতে আদিবাসী দিবস উদযাপন

ভিডিওতে দেখা যায়, আসিফকে তার বাড়ির সামনে থেকে টানতে টানতে নিয়ে যাওয়া হয় রাস্তার মাঝে। সেখানে তার ওপর চড়াও হন প্রতিবেশীরা। কিছুক্ষণ ধস্তাধস্তির পরেই ধারালো অস্ত্র দিয়ে কোপানো হচ্ছে আসিফকে। তিনি অচেতন হয়ে পড়ে যান ঘটনাস্থলেই।

আরও পড়ুনঃ  খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের সব জলকপাট

এরপরে তাকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে জানান। এ ঘটনায় অভিযুক্ত উজ্জ্বল (১৯) ও গৌতম (১৮) নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তরা ওই একই এলাকারই বাসিন্দা বলে জানা গেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।