নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বুধবার। রাত ৪:৫৬। ২ জুলাই, ২০২৫।

হোটেল ডরচেস্টারে পৌঁছেছেন তারেক রহমান

জুন ১৩, ২০২৫ ২:০৬
Link Copied!

অনলাইন ডেস্ক : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ‌‘ওয়ান টু ওয়ান’ গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিতে যুক্তরাজ্যের হোটেল ডরচেস্টারে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বাংলাদেশ সময় দুপুর ২টার কিছু সময় আগে হোটেলে পৌঁছেছেন তারেক রহমান। তবে এখনো বৈঠক শুরু হয়নি।

হোটেলে পৌঁছানোর পরে তারেক রহমানকে স্বাগত জানান প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম, নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান।

আরও পড়ুনঃ  চিকিৎসায় এআইয়ের ভবিষ্যৎ নিয়ে রাজশাহীতে ‘সামার সামিট’

বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে অংশ নিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশ সময় দুপুর ১টায় বাসা থেকে বের হন। লন্ডনের স্থানীয় সময় সকাল ৯টায় (বাংলাদেশ সময় দুুপর ২ টা) এই বৈঠক অনুষ্ঠিত হবে।

জানা গেছে, ড. ইউনূস ও তারেক রহমানের মধ্যকার এই বৈঠক ওয়ান টু ওয়ান হবে। সেখানে দুই পক্ষের আর কারও অংশ নেওয়ার সম্ভবনা নেই।

আরও পড়ুনঃ  ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে অভিবাসন: লিবিয়াকে চাপ প্রয়োগে একযোগে এগোচ্ছে ইইউ ও গ্রিস

বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেলের উদ্বৃতি দিয়ে সেলের অন্যতম সদস্য শায়রুল কবির জানান, তারেক রহমান বাসা থেকে বের হওয়ার সময় তার সঙ্গে আছেন দলের স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপার্সন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটি সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

শায়রুল কবির বলেন, ইতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে ড. ইউনূসের সঙ্গে বৈঠকে অংশ নেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এদিকে ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমান যে হোটেলে বৈঠক করবেন সেখানে অবস্থান নিয়ে বৈঠককে স্বাগত জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।