
অনলাইন ডেস্ক : বাংলাদেশ দলের হয়ে সবচেয়ে বেশি টেস্ট ম্যাচ খেলেছেন মুশফিকুর রহিম। সবমিলিয়ে এখন পর্যন্ত ৯৯টি টেস্ট ম্যাচ খেলেছেন সাবেক এই অধিনায়ক। সব ঠিক থাকলে আগামী ১৯ নভেম্বর মিরপুর শেরে-ই বাংলায় দেশের প্রথম ক্রিকেটার হিসেবে নিজের ১০০তম ম্যাচ খেলতে নামবেন মুশফিক। অনেকের প্রশ্ন শততম ম্যাচ খেলেই কি তবে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলবেন মুশফিক? তবে জানা গেছে এখনো পর্যন্ত নিজের শেষের পরিকল্পনা করেননি তিনি। লাল বলের ক্রিকেট চালিয়ে যাবেন এই উইকেটকিপার ব্যাটার। সিলেটে আজ প্রথম ম্যাচ শেষে মুশফিককে নিয়ে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছেন, 'অবশ্যই অনেক বড় একটা অর্জন, খুবই রোমাঞ্চিত। আমি প্রথম দিনের প্রেস কনফারেন্সে বলেছিলাম আমরা উদযাপন করতে চাই। খেলোয়াড়রা চাই ওই দিনটা বা ওই পুরো পাঁচটা দিন আমরা উপভোগ করবো। সম্মানের জায়গা তো আছেই।' 'এরকম একটা অর্জন...
Developed by BDITHOST