অনলাইন ডেস্ক : টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। ফরম্যাট বদলের সঙ্গে বদলে গেছে দলের পারফরম্যান্সও। প্রথম ওয়ানডেতে বাজে ব্যাটিংয়ে হারের পর এবার দ্বিতীয় ওয়ানডেতে আরও বিবর্ণ টাইগাররা। সিরিজে সমতা ফেরাতে ১৯১ রানের লক্ষ্য পেয়েছিল বাংলাদেশ। ৩০০ বলের খেলায় টেস্ট মেজাজে খেললেই অনায়াসে জয় নিশ্চিত। এমন ম্যাচেও যেন রাজ্যের তাড়া নিয়ে নামলেন ব্যাটাররা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ২৮ দশমিক ৩ ওভারে ১০৯ রানে থামল বাংলাদেশের ইনিংস। ৮১ রানের জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল আফগানিস্তান। ৮১ রানে হারের ফলে সরাসরি আগামী ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের মূলপর্বে খেলা কঠিন হয়ে গেল টাইগারদের। অথচ সিরিজ বাঁচানোর ম্যাচে সহজ লক্ষ্য তাড়ায় সহজেই জেতার কথা ছিল বাংলাদেশ দলের। তবে ব্যাটিং ব্যর্থতার রেশ শুরু থেকেই ছিল। কোনো রান না করেই বিদায় নেন তানজিদ...