
অনলাইন ডেস্ক : লা লিগার শিরোপার দৌড়ে বেশ ভালোভাবেই এগিয়ে ছিল বার্সেলোনা। তবে কোপা দেল রেতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ৪-০ গোলে বিধ্বস্ত হওয়ার পর যেন খেই হারিয়ে ফেলেছিল কাতালান ক্লাবটি। ঘরের মাঠ ক্যাম্প ন্যুয়ে লা লিগায় জিরোনার সঙ্গে গোলশূন্য ড্র এবং গেতাফের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচেও ব্যর্থ হয় তারা। তবে হাই-ভোল্টেজ ম্যাচে শক্তিশালী অ্যাথলেটিকো মাদ্রিদকে হারিয়ে ঘুরে দাঁড়ায় জাভি হান্দার্দেজের শিষ্যরা। এবার ১০ জনের রিয়াল বেতিসকে উড়িয়ে লিগ শিরোপা পুনরুদ্ধারের পথে আরও একধাপ এগিয়ে গেল কাতালান ক্লাবটি। শনিবার (২৯ এপ্রিল) রাতে ক্যাম্প ন্যুয়ে লা লিগার ম্যাচে ৪-০ গোলে জিতেছে বার্সেলোনা। দলের বড় জয়ের দিনে গোলগুলো করেন আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন, রবার্ট লেভানদোভস্কি, রাফিনিয়া। বাকি গোলটি বেতিসের আর্জেন্টাইন মিডফিল্ডার গুইদো রদ্রিগেজের আত্মঘাতী। এদিন আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজিয়ে শুরু থেকেই বেতিসকে কোণঠাসা করে রাখে বার্সা।...
Developed by BDITHOST