দেশের গ্রাম এলাকায় সাড়ে ৬২ লাখ গরিব পরিবারকে ১০ টাকা দরে মাসে ৩০ কেজি করে চাল দিয়ে আসছিল সরকার। করোনা আসার পর উপকারভোগীর এই সংখ্যা বাড়িয়ে ৬২ লাখ ৫০ হাজার করা হয়েছে। আর আগামী ২০২২-২৩ অর্থবছরের বাজেট সামনে রেখে তাদের জন্য চালের দর কেজিতে ৫ টাকা বাড়িয়ে ১৫ টাকা করার সিদ্ধান্ত নিয়েছে অর্থ মন্ত্রণালয়। মূল্যবৃদ্ধির সিদ্ধান্তটি কার্যকর হলে নিম্ন আয়ের পরিবারগুলোকে মাসে ১৫০ টাকা অর্থাৎ বছরের পাঁচ মাসে মোট ৭৫০ টাকা বাড়তি গুনতে হবে। ১২ মাসের মধ্যে পাঁচ মাসই এ চাল দেওয়া হয়। ভর্তুকি কমানোর জন্য সিদ্ধান্তটি নেওয়া হয়েছে বলে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সূত্রে জানা গেছে। বিদ্যুৎ, সার ও গ্যাসের ভর্তুকি কমানোর অংশ হিসেবে এগুলোর ক্ষেত্রেও মূল্যবৃদ্ধির আলোচনা রয়েছে অর্থ বিভাগে। পাঁচ বছর আগে অর্থাৎ ২০১৬-১৭ অর্থবছর থেকে খাদ্য...
Developed by BDITHOST