নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা মঙ্গলবার। রাত ৩:১৪। ১৫ জুলাই, ২০২৫।

‘১০ বছরে সামর্থ্যের অর্ধেকও দিতে পারেনি লিটন’

জুলাই ১৪, ২০২৫ ১০:৫৫
Link Copied!

অনলাইন ডেস্ক : এক দশকের বেশি সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেটে খেলছেন লিটন দাস। তবে এখনো পর্যন্ত জাতীয় দলে নিজের জায়গা পোক্ত করতে পারেননি তিনি। ধারাবাহিকভাবে ভালো খেলতে পারছেন না। যে কারণে নিয়মিতই সমালোচনা শুনতে হচ্ছে তাকে। এবার লিটনের সমস্যার কথা তুলে ধরলেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট।

আজ সোমবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে পাইলট বলেন, ‘আমার মনে হয় লিটন তো অসাধারণ স্কিলফুল প্লেয়ার। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মাথার সমস্যা। কালকে যখন ব্যাটিং করেছে দেখলেই ভালো লাগে, কত সুন্দর খেলেছে। এমনকি বিভিন্ন সময় বিভিন্ন ইনিংস দেখা গেছে। কিন্তু একজন খেলোয়াড় একটা বড় দলের সঙ্গে যখন ৭০ বা ১০০ রান করতে পারে সে কেন ধারাবাহিক হতে পারে না। আমি ব্রেইন বলতে বুঝাচ্ছি কোন সময় কোন বোলারকে মারব আবার কোন সময় কোন বোলারকে মারব না। ক্যালকুলেশন, শট সিলেকশন—এগুলো আসবে ব্রেইন থেকে।’

আরও পড়ুনঃ  নির্বাচনের কারণে পেছাতে পারে বিপিএল, নতুন আরেকটি ভেন্যু যুক্ত হচ্ছে

পরে শুবমান গিলের উদাহরণ দিয়ে পাইলট বলেন, ‘আপনি দেখুন—শুভমান গিল রানের পর রান করে যাচ্ছে অথচ লিটন দাস ১০ বছর আগে থেকে খেলছে। ১০ বছর আগে কিন্তু ৬০-৭০ রান করেছে বড় দলের সঙ্গে, এখন কেন পারছে না। সুইপ, রিভার্স সুইপ, পুল, হুক খেলতে পারে। শুধুমাত্র দুইটা খেলোয়াড়ের মধ্যে পার্থক্য আমি কতখানি মেধাটা ব্যবহার করতে পারছি ওইখানে।’

আরও পড়ুনঃ  চাঁপাইনবাবগঞ্জে গণপিটুনিতে বাবু নামের এক যুবকের ঘটনাস্থলেই মৃত্যু

‘স্বাভাবিকভাবে একটা ব্যবসায়ীকের মতো—কোন সময় আপনি কম মূল্যে কিনবেন আর কোন সময় আপনি বেশি দামে কিনবেন। একজন ব্যবসায়ী যেভাবে চিন্তা করে। অনেক ব্যবসায়ীকে দেখবেন যেকোন সময় ধরা খেয়ে যায় আবার ভালো ব্যবসায়ীরা কোনদিনই লস করে না। ব্যাপারটা হচ্ছে ব্যবসাটাকে সে ভালো মতো পিক করতে পারে। লিটন দাসের আমার মনে হয় ওই জায়গাতে একটু সমস্যা আছে। নিজেকে চিন্তা করতে হবে কেন আমি মিস করছি। লিটন গ্রেট প্লেয়ার কিন্তু ও নিজেকে নিজে অনেক নিচে নিয়ে গেছে। ১০ বছরে আমার মনে হয় ও ৫০ শতাংশও দেয়নি।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।