স্টাফ রিপোর্টার : রোববার ৩ আগস্ট রাত্রী ৪টায় রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন ভালুকগাছী হোজারপাড়া নামক এলাকায় অভিযান পরিচালনা করে নেত্রকোনা জেলার পূর্বধলা থানার অপহরন ও ধর্ষণ মামলার এজাহারনামীয় প্রধান আসামী ফয়সাল মিয়াকে গ্রেফতার করেন র্যাব-৫ এবং এবং অপহৃত ভিকটিমকে উদ্ধার করেন।
আসামী ফয়সাল মিয়ার পিতার নাম মো: মোখশেদ, তার গ্রামের বাড়ি ভালুকগাছি (খামারপাড়া), পুঠিয়া, রাজশাহী।
র্যাব-৫ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ০৫ জুন সকাল ১০ টায় ১নং আসামী ভিকটিমকে বিয়ের প্রলোভন দিয়া ফুসলাইয়া সিএনজিতে তুলে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। রাস্তার পাশের কয়েকজন দোকানদার দেখতে পেয়ে বাধা দেওয়ার চেষ্টা করলেও থামাতে পারে নাই। পরদিন উপস্থিত সাক্ষীগণ বাদীকে জানায় নাবালিকা মেয়েকে ১নং আসামি অপহরণ করে বাড়িতে নিয়ে যায়। পরবর্তীতে বিবাদীগন ১নং আসামির বাড়িতে গেলে আসামিরা খুন ও জখমের হুমকি দেয়। ১নং আসামি নাবালিকা মেয়েকে জোরপূর্বক আটকে রেখে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে।
এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, নেত্রকোনায় পিটিশন মামলা করেন। আসামীদেরকে গ্রেফতারের জন্য অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাব ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। কিন্তু আসামীরা সুকৌশলে নিজেদেরকে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে রাখার চেষ্টা করে।
আসামীদের গ্রেফতারে এবং ভিকটিমকে উদ্ধারে র্যাব-৫, সিপিএসসির একটি চৌকষ আভিযানিক দল আসামীদের গতিবিধি অনুসরণ ও বিশ্লেষণ করে। তারই প্রেক্ষিতে তদন্তকারী কর্মকর্তা ০৩ আগস্ট রাত্রী আনুমানিক ৪ টার সময় রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন ভালুকগাছী হোজারপাড়া নামক এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত ১নং আসামীকে গ্রেফতার এবং অপহৃত ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়।
উক্ত আসামী ও ভিকটিমকে নেত্রোকোণা জেলার পূর্বধলা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।