অনলাইন ডেস্ক : গৃহস্থালিতে রান্নায় সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ১২ কেজির এলপি গ্যাস সিলিন্ডার। গত দুই সপ্তাহ ধরে ধারাবাহিকভাবে বাড়ছে এলপিজির দাম। গ্যাসের সংকট তীব্র হওয়ায় ১২ কেজির এলপিজির ১ হাজার ২০০ টাকার সিলিন্ডার প্রায় ১ হাজার ৯০০ টাকায়ও মিলছে না। ফলে ভোগান্তিতে পড়েছেন গ্রাহকেরা।
ভোক্তাদের অভিযোগ, গত সপ্তাহ ধরেই ধারাবাহিকভাবে বাড়ছে গ্যাসের দাম। কিন্তু সরকারিভাবে কোনো পদেক্ষেপ নেয়া হচ্ছে না। ফলে বাড়তি চাহিদাকে কেন্দ্র করে অতি মুনাফা করছেন ব্যবসায়ীরা।
অপরদিকে বিক্রেতাদের দাবি, শীতের সময় বিশ্ববাজারে এলপিজির চাহিদা বেড়ে যায়। উৎপাদনও কম হয়। বর্তমানে দেশের বেশিরভাগ কোম্পানি সরবরাহ বন্ধ রেখেছে। হাতে গোনা কয়েকটি কোম্পানির এলপিজি সরবরাহ করছে। কিন্তু সেসব প্রতিষ্ঠান থেকেই বেশি দামে কিনতে হচ্ছে। ফলে বাজারে প্রভাব পড়ছে বলে জানান তারা।
২০২১ সালের এপ্রিল থেকে প্রতি মাসে এলপিজির দাম নির্ধারণ করে আসছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানান, জাহাজ সংকটে গ্যাসের আমদানি কমেছে ৩০ ভাগ। ফলে গ্যাসের সংকট দেখা দিয়েছে। বাড়তি দামের বিষয়টি নজরে আসায় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
