অনলাইন ডেস্ক : বয়সভিত্তিক দলে পারফর্ম করে ১৩ বছর বয়সেই আইপিএলে অভিষেক হয় বৈভব সূর্যবংশীর। আইপিএল মাতিয়ে অল্প বয়সেই তারকা খ্যাতি পেয়েছেন এই ওপেনার। এবার তাকে দেখা নতুন ভূমিকায়। রঞ্জি ট্রফিতে এবারের মৌসুমে বিহারের সহ-অধিনায়ক হিসেবে দেখা যাবে সূর্যবংশীকে।
আগামী বুধবার থেকে শুরু হচ্ছে রঞ্জি ট্রফির প্রথম রাউন্ড। যেখানে বিহারের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন সাকিবুল গনি। তার সহকারী হিসেবে থাকছেন সূর্যবংশী। মাত্র ১৪ বছর বয়সে এই দায়িত্ব পেয়েছেন তিনি।
বিহারের নির্বাচক কমিটিতে ছিলেন দুই জন। ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে অ্যাডহক পদ্ধতিতে আরও এক সদস্য নিযুক্ত করা হয়েছে। বোর্ডের নির্দেশ, দ্রুত পাঁচ সদস্যের কমিটি তৈরি করতে হবে। আপাতত তিন সদস্যের কমিটি সিদ্ধান্ত নিয়েছে যে, বৈভব দলের সহ-অধিনায়ক।
অস্ট্রেলিয়ায় ভারত অনূর্ধ্ব-১৯ দলের হয়ে রান পেয়েছে বৈভব। ব্রিসবেনে প্রথম চার দিনের ম্যাচে ৭৮ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি। তিন ইনিংসে ১৩৩ রান করে সিরিজে দ্বিতীয় সর্বাধিক রান সংগ্রহাক ছিলেন। লাল বলের ক্রিকেটে এই পারফরম্যান্স তাকে বিহারের রঞ্জি দলে জায়গা করে দিয়েছে।
অস্ট্রেলিয়া সফরের আগে ইংল্যান্ড সফরেও রান করেছিলেন বৈভব। সেখানে যু্ব ওয়ানডে ক্রিকেটে দ্রুততম শতরান করেছিলেন। একটি ম্যাচে ১৪৩ রানের ইনিংস খেলেছিলেন বৈভব। পাঁচ ম্যাচে ১৭৪.০১ স্ট্রাইক রেটে ৩৫৫ রান করেছিলেন।