স্টাফ রিপোর্টার : রাজশাহীতে বাইশ বছর আগের চাঞ্চল্যকর ট্রাক হেলপার মো. আনজু হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। শাহীনুর রহমান শাহীন (৪৮) ও সাদিকুর রহমান সুমন (৪৫) নামের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এই আসামিরা সম্পর্কে দুই ভাই। আদালতে সাজার পর থেকে গত ১৫ বছর ধরে তারা আত্মগোপনে ছিলো। অবশেষে বুধবার রাজশাহী নগরের শাহমুখদুম থানার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। শাহীন ও সুমন নগরের রাজপাড়া থানার ভেড়ীপাড়া কেশবপুর এলাকার মতিউর রহমানের ছেলে। তারা নিজেদের নাম পরিবর্তন করে জাতীয় পরিচয়পত্র তৈরি করেছিলেন। মামলার এজাহারের বরাত দিয়ে র্যাব জানায়, ২০০৩ সালের ৩ সেপ্টেম্বর রাতে আনজু নামের ট্রাকের হেলপারকে খুন করা হয়। প্রথমে ট্রাক চালককে হত্যার চেষ্টা করে ব্যর্থ হয়ে হেলপারকে ট্রাকেই হত্যা করা হয়। এর আগে সোনামসজিদ থেকে ট্রাকটি ভাড়া নিয়ে পাবনার দাশুড়িয়ায়...
Developed by BDITHOST