মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: গত ১৬ আগষ্ট দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলে উদ্বোধণ হয়েছিল ১৬ দলীয় “বেনাপোল বাজার ফুটবল টুর্ণামেন্ট”-২০২৫। “সম্প্রীতির বন্ধনে আমরা” এমন প্রতিপাদ্য দিয়ে এ খেলার আয়োজন করে বেনাপোল বাজার কমিটি।
এই টুর্ণামেন্টে মোট ১৬টি ফুটবল দল অংশ গ্রহণ করে। সপ্তাহের প্রতি শনিবার এই টুর্ণামেন্টের বাকী খেলা ধারাবাহিক ভাবে চলতে থাকেন।
খেলার কর্মসূচি মোতাবেক আজ ৩১ আগষ্ট রোববার সমাপনী দিনে সকাল ১০টায় পূর্বের নির্ধারিত স্থান বেনাপোলের ঐতিহ্যবাহী বলফিল্ড মাঠে এ খেলায় অংশ নেয় -মোশারেফ সুপার মার্কেট বনাম হীরা সুপার মার্কেট। ১১’৩০ মিনিটে-রহমান চেম্বার বনাম ফুটপথ। বিকাল ৩ টায়-হাইস্কুল মার্কেট বনাম কাপুড়িয়া পট্টি এবং ৪’৩০ মিনিটে-চুড়িপট্টি বনাম মাছবাজার।
প্রতিযোগীপূর্ণ সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত খেলায় মোশারেফ সুপার মার্কেট-০ এবং হীরা সুপার মার্কেট-১ গোলে এগিয়ে থাকে। বেলা সাড়ে ১১টার খেলায় রহমান চেম্বার-৪ এবং ফুটপথ একাদশ-৫ গোলে এগিয়ে থাকে। বিকাল ৩টার খেলায় হাইস্কুল মার্কেট-৩ এবং কাপুড়িয়াপট্টি- ৪ গোলে এগিয়ে থাকে।
এদিকে সবশেষ বিকাল ৪’৩০ মিনিটের খেলায় চুড়িপট্টি একাদশের একজন খেলোয়াড়ের বিরুদ্ধে অভিযোগ উঠায় চুড়িপট্টি একাদশ মাঠ ত্যাগ করলে,রেফারীর চুড়ান্ত সিদ্ধান্তে মাছবাজারকে জয়ী ঘোষনা করা হয়।
খেলায় রেফারীর দায়িত্বে ছিলেন- মো. আব্দুল বাসেত,মো. ইয়াসিন আলী,মো, ইয়ানুর রহমান ও মো. রায়হান উদ্দীন।
খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ ট্রপি তুলে দেন বেনাপোল বাজার কমিটি’র সভাপতি-মো.আবু তালেব এবং সাধারণ সম্পাদক-মো,রেজাউল করিম রেজা। এ সময় পুরস্কার অনুষ্ঠানে অংশ নেন-বাজার কমিটি’র সদস্য সাইদুর রহমান, মীনা বুক হাউজের স্বত্বাধীকারী-আব্দুল হামিদ সহ বাজার কমিটি’র অন্যান্য নেতৃবৃন্দ।
সীমান্ত প্রেসক্লাব বেনাপোলে সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আগামী শনিবার(৬ সেপ্টেম্বর) উক্ত বলফিল্ড মাঠে ২য় রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে। খেলাপ্রেমী মানুষকে খেলা দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছেন বেনাপোল বাজার কমিটি’র নেতৃবৃন্দ।