নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বুধবার। রাত ২:২৬। ২ জুলাই, ২০২৫।

১৬ বছরের বেলি ডান্সারের ভক্ত প্রিয়াঙ্কা, শেয়ার করলেন ভিডিও

জুন ১০, ২০২৫ ৫:৪৫
Link Copied!

অনলাইন ডেস্ক : সম্প্রতি অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে এক ১৬ বছরের কিশোরীর বেলি ডান্সের ভিডিও শেয়ার করেছেন। বলাই বাহুল্য, ওই অনবদ্য বেলি ডান্স দেখে মুগ্ধ পিগি চপস। যার ভিডিও শেয়ার করেছেন, সেই কিশোরীর নাম লাবণ্য দাস মানিকপুরী।

ভিডিওতে লাবণ্যকে দেখা যায় বলিউডের ক্লাসিক গান ‘পিয়া তু আব তো আজা’-র তালে বেলি ডান্স করতে, মুখে স্নিগ্ধ হাসি।

ভিডিওটি ছিল সাদাকালো টোনের, প্রায় এক মিনিটের কাছাকাছি তার দৈর্ঘ্য। ছত্তীসগড়ের বাসিন্দা লাবণ্য নিজের ওই ভিডিও শেয়ার করে ক্যাপশনে লাবণ্য লিখেছেন, ‘আরও প্র‍্যাকটিস করতে হবে।’

আরও পড়ুনঃ  মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ

সেই সরল অথচ নিখুঁত পারফরম্যান্সই চোখে পড়েছে প্রিয়াঙ্কা চোপড়ার। তিনি কোনও ক্যাপশন ছাড়াই ভিডিওটি শেয়ার করেন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে।

সেই খবর জানতে পেরে উপচে পড়েছে লাবণ্যর খুশি। তার কথায়, ‘আমি যেন স্বপ্ন দেখছি’।

তারপর লাবণ্যর ভিডিওর কমেন্ট সেকশনেও দেখা গেছে পরিচিত মুখদের প্রশংসা। অভিনেত্রী অবনীত কৌর দিয়েছেন লাল হার্ট ও আগুনের ইমোজি। এলি এভরাম লিখেছেন, ‘অসাধারণ’।

আরও পড়ুনঃ  রাজশাহীতে ৫০০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১

একজন লিখেছেন, ‘এই লেভেলের নিখুঁত হওয়ার পর্যায়ে পৌঁছতে নিজেকে কতটা তৈরি করেছ তুমি! প্রতিটা স্টেপ যেন প্রতিটা বিটে মিলে গেছে। একদম নিখুঁত।’

আরও একজন মন্তব্য করেন, ‘প্রিয়াঙ্কা চোপড়া নিজে এটা স্টোরিতে শেয়ার করেছেন, ভাবা যায়! ওই স্টোরি দেখেই সোজা আমি এই প্রোফাইলে এলাম।’

এদিকে, প্রিয়াঙ্কাকে খুব তাড়াতাড়ি দেখা যাবে ‘হেডস অফ স্টেট’ ছবিতে, যেখানে তার সহ-অভিনেতা ইদ্রিস এলবা ও জন সিনা। এছাড়াও, প্রিয়াঙ্কা ফিরছেন ‘সিটাডেল’-এর দ্বিতীয় সিজনে।

আরও পড়ুনঃ  পাবনায় চাঁদা না দেওয়ায় ভাগনের বাড়িতে আগুন দিলেন মামা

শোনা যাচ্ছে, তিনি এসএস রাজামৌলির বহু প্রতীক্ষিত অ্যাকশন-অ্যাডভেঞ্চার SSMB 29-এ অভিনয় করবেন মহেশ বাবুর বিপরীতে। যদি এটি নিশ্চিত খবর হয়, তবে বেশ অনেকগুলো বছর পর টলিউডে পিগি চপসের প্রত্যাবর্তন ঘটবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।