নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বুধবার। রাত ৩:৩০। ২ জুলাই, ২০২৫।

১৯ ছক্কার তাণ্ডবে কিউই ব্যাটারের ২ বিশ্বরেকর্ড

জুন ১৩, ২০২৫ ৪:১০
Link Copied!

অনলাইন ডেস্ক : টি-টোয়েন্টিতে একের পর এক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের উত্থানের এই সময়ে রেকর্ড ভাঙা-গড়া যেন নিয়মিত রুটিনে পরিণত হয়েছে। ফলে একেকটি বিশ্বরেকর্ডের দখলেও কেবল নাম পরিবর্তন হয়ে ওঠে সময়ের ব্যাপার। এক বছরের ব্যবধানে টি-টোয়েন্টির এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড ভেঙে দিলেন নিউজিল্যান্ডের ব্যাটার ফিন অ্যালেন। দেড়শ রানের ব্যক্তিগত ইনিংস খেলার পথে তিনি ১৯টি ছক্কা হাঁকিয়েছেন।

আজ (শুক্রবার) থেকে শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) তৃতীয় আসর। ওকল্যান্ডে উদ্বোধনী ম্যাচেই ওয়াশিংটন ফ্রিডমের বিপক্ষে রানবন্যা বইয়ে দিয়েছে ফ্রান্সিসকো ইউনিকর্ন। টুর্নামেন্টের ইতিহাসে তারা সর্বোচ্চ ২৬৯ রানের দলীয় সংগ্রহ পেয়েছে। ফ্রান্সিসকো পক্ষে মাত্র ৫১ বলে ১৫১ রানের টর্নেডো ইনিংস খেলেছেন অ্যালেন।

এমন ইনিংস খেলার পথে এই কিউই তারকা মাত্র ৫টি চারের বাউন্ডারি মেরেছেন। ছক্কার সংখ্যাটা জানলে ‘মাত্র’ শব্দটা সহজেই অনুমান করা যাবে। ডানহাতি এই ওপেনার পুরো ইনিংসে হাঁকিয়েছেন ১৯টি ছক্কা। যা টি-টোয়েন্টির ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার বিশ্বরেকর্ড। এতদিন ১৮টি ছক্কা নিয়ে রেকর্ডটি যৌথভাবে দুজনের দখলে ছিল। ২০১৭ বিপিএলে ক্যারিবীয় কিংবদন্তি ক্রিস গেইল রংপুর রাইডার্সের হয়ে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে এক ইনিংসে ওই রেকর্ড গড়েন। যা টিকে ছিল পরবর্তী ৭ বছর। খেলেছিলেন ৬৯ বলে ১৪৬ রানের ইনিংস।

আরও পড়ুনঃ  এবার হাসপাতালে প্রবাসীর স্ত্রীর মরদেহ ফেলে পালাল শ্বশুরবাড়ির লোকজন

গেইলের সেই রেকর্ডে ২০২৪ সালে এসে ভাগ বসান এস্তোনিয়ার সাহিল চৌহান। সাইপ্রাসের বিপক্ষে তিনিও সমান ১৮টি ছয় মারেন ১৪৪ রানের ইনিংস খেলার পথে। ফলে এতদিন গেইল-সাহিলই টি-টোয়েন্টির এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ডটি দখলে রেখেছিলেন। যা আজ ভেঙে দিলেন ফিন অ্যালেন। এমন তাণ্ডব চালানোর পথে এই কিউই তারকা প্রথমে ফিফটি পূর্ণ করেন ২০ বলে। পরের ১৪ বলেই তিনি ম্যাজিক ফিগারে পৌঁছান। সবমিলিয়ে ৩৪ বলে অ্যালেন সেঞ্চুরি করলেন, যা এমএলসি’র ইতিহাসে দ্রুততম এবং সবমিলিয়ে তৃতীয় (যৌথভাবে)।

আরও পড়ুনঃ  করোনায় একজনের মৃত্যু

এতদিন এমএলসিতে ৪০ বলে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ছিল নিকোলাস পুরানের। তার চেয়ে ৬ বল কম খেলে ম্যাজিক ফিগার পূর্ণ করলেন অ্যালেন। এ ছাড়া ২৬ বছর বয়সী এই ডানহাতি ব্যাটার আরও একটি বিশ্বরেকর্ড গড়েছেন। ৪৯ বলে তার দেড়শ রান টি-টোয়েন্টির ইতিহাসে সবচেয়ে দ্রুততম। এতদিন রেকর্ডটি ছিল দক্ষিণ আফ্রিকান ব্যাটার ও ‘বেবি এবি’খ্যাত ডেওয়াল্ড ব্রেভিসের। তিনি ৫২ বলে ১৫০ রান করেছিলেন। এ ছাড়া কেবল বাউন্ডারিতেই ১৩৪ রান করেছেন অ্যালেন। যা সানপ্রান্সিসকো’র হয়ে বাউন্ডারিতে সর্বোচ্চ রান।

আরও পড়ুনঃ  ১৯ বছর পর ‘অ্যাওয়ার্ড নাইট’ চালু করতে যাচ্ছে বিসিবি

অ্যালেন ছাড়া সানপ্রান্সিসকো’র হয়ে সঞ্জয় কৃষ্ণমুর্তি ৩৬ ও হাসান খান ৩৮ রান করলে ৫ উইকেটে তারা এমএলসির সর্বোচ্চ ২৬৯ রানের পুঁজি পায়। সেই লক্ষ্য তাড়ায় মাত্র ১৪৬ রানে গুটিয়ে গেছে ওয়াশিংটন ফ্রিডম। ওপেনিং ম্যাচে হেরেছে ১২৩ রানের বড় ব্যবধানে। দলের পক্ষে সর্বোচ্চ রাচিন রবীন্দ্র ৪২ এবং মিচেল ওয়েন ৩৯ রান করেন। সানপ্রান্সিসকো’র পক্ষে সর্বোচ্চ ৩টি করে উইকেট শিকার করেন হারিস রউফ ও হাসান খান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।