
স্টাফ রিপোর্টার : প্রতিষ্ঠার এক যুগেও নগরবাসীর পানির চাহিদা পূরণ করা সম্ভব হয়নি রাজশাহী ওয়াসার। রাজশাহী ওয়াসা জানিয়েছে, এখনো প্রতিদিন ১ কোটি ৭৭ লাখ লিটার পানির ঘাটতি থাকে নগরীতে। এই ঘাটতি মেটাতেই একটি মেগা প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এই প্রকল্প বাস্তবায়ন হলে প্রতিদিন পদ্মা নদীর ২০ কোটি লিটার পানি পরিশোধন করে বিশুদ্ধ করা সম্ভব হবে। পানযোগ্য এই পানি রাজশাহী মহানগরী এবং আশপাশের পৌর এলাকায় সরবরাহ করা হবে। রাজশাহী পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষের (ওয়াসা) অধীনে এই মেগা প্রকল্প বাস্তবায়ন হবে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, পদ্মার পানি পরিশোধন করতে রাজশাহী শহর থেকে ২৫ কিলোমিটার দূরে গোদাগাড়ী উপজেলা সদরের সারেংপুরে স্থাপন হতে যাচ্ছে ট্রিটমেন্ট প্ল্যান্ট। এ জন্য প্রকল্প বাস্তবায়নকারী চীনা কোম্পানির প্রতিনিধিদল গোদাগাড়ী এসেছে। প্রতিনিধিদলের সদস্যরা বর্তমানে সেখানে অবস্থান করছেন। ওয়াসা জানায়, এই প্রকল্পের...
Developed by BDITHOST