অনলাইন ডেস্ক : ১৯৮০ সালে কুয়েতে এশিয়ান কাপের মূল পর্বে খেলেছিল বাংলাদেশ। এর পর চার দশকে আর এশিয়ার শীর্ষ পর্যায়ে খেলা হয়নি। এবার এশিয়ান কাপ বাছাইয়ে হামজা-সামিত সোমের মতো ফুটবলার লাল-সবুজ জার্সিতে খেলেছেন। ফলে ফুটবলপ্রেমীদের আশা ছিল বাংলাদেশ আবার এশিয়া কাপে খেলবে। বাছাই পর্বের দুই ম্যাচ থাকতেই এশিয়া কাপ খেলার দৌড় থেকে আনুষ্ঠানিকভাবে ছিটকে গেছে বাংলাদেশ। এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের পয়েন্ট মাত্র দুই। ফুটবলে হোম ম্যাচে সবাই পূর্ণ তিন পয়েন্ট প্রত্যাশা করে। সেখানে বাংলাদেশ সিঙ্গাপুর ও হংকংয়ের বিপক্ষে দুই ম্যাচেই পয়েন্ট শূন্য। জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি বাংলাদেশের এশিয়া কাপ খেলতে না পারার পেছনে কোচিং স্টাফকেই প্রধানত দায়ী করছেন, 'এবার এশিয়ান কাপ বাছাইয়ের গ্রুপটা সমশক্তির ছিল। এশিয়ান কাপ বাছাইয়ের শুরুতেই আমরা হামজা চৌধুরিকে পেয়েছি। পরের ম্যাচে সামিত সোম।...
Developed by BDITHOST