অনলাইন ডেস্ক : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) কীটনাশক ব্যবহার কমাতে গবেষণা করে সাফল্য পেয়েছে বলে জানিয়েছেন গবেষক দলের সদস্য কীটতত্ব বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল্লা গবেষণার বিষয়ে বাসসকে তিনি এ তথ্য জানিয়ে বলেন, গবেষণাটি পর্যবেক্ষণ করেন ভার্জিনিয়া টেকের আইপিএম ল্যাবের পরিচালক ড. মুনিয়াপ্পান। বাংলাদেশের মানুষের কাছে বেগুন একটি প্রিয় ভোজন খাদ্য হিসেবে পরিচিত উল্লেখ করে ড. মোহাম্মদ সাইফুল্লাহ বলেন, এই বেগুন চাষে ৩৬ ধরনের পোকামাকড়ের আক্রমণ চাষিদের ভাবিয়ে তুলে । ফলে ব্যবহার করা হয় কীটনাশক। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) এই কীটনাশক ব্যবহার কমাতে গবেষণায় সাফল্য পেয়েছে। বেগুন একদিকে যেমন পুষ্টিকর খাবার, অন্যদিকে এটি সঠিক পদ্ধতিতে চাষ করে সহজেই লাভবান হওয়া যায়। চাইলে সারাবছর বেগুন চাষ করা যায়। বাংলাদেশে আলুর পরেই দ্বিতীয় সর্বাধিক গুরুত্বপূর্ণ সবজি হল বেগুন । ২০১৮ এর বিবিএস...
Developed by BDITHOST