অনলাইন ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়ে জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ আদায় করা হবে। তিনি শুক্রবার সন্ধ্যায় সিলেটে এনসিপির পদযাত্রা পরবর্তী সমাবেশে বক্তব্যে এই কথা বলেন। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে নগরের চৌহাট্টা থেকে পদযাত্রা শুরু করে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ হয়। দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে সিলেটে অনুষ্ঠিত জুলাই পদযাত্রায় দলটির সিলেটের হাজারো নেতাকর্মী অংশ নেন। পদযাত্রায় ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’. ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘ক্ষমতা না জনতা, জনতা জনতা’ এমন নানা শ্লোগানে মুখর হয়ে ওঠে সিলেটের রাজপথ। সমাবেশে নাহিদ আরও বলেন, ‘বিচার, সংস্কার ও নতুন সংবিধানের জন্য আমরা রাজপথে নেমেছি। যেই নতুন সংবিধানে আপনার-আমার...
Developed by BDITHOST