নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বৃহস্পতিবার। সন্ধ্যা ৭:৫০। ৪ সেপ্টেম্বর, ২০২৫।

৪২ বছর বয়সে ক্রিকেটকে বিদায় বললেন ভারতীয় ক্রিকেটার

সেপ্টেম্বর ৪, ২০২৫ ৫:৫৯
Link Copied!

অনলাইন ডেস্ক : সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন অমিত মিশ্র। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে এ ঘোষণা দেন ৪২ বছর বয়সী এই লেগস্পিনার। তরুণদের সুযোগ দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি।

অবসরের ঘোষণায় অমিত বলেন, “২৫ বছর পর আজ ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করছি। এই খেলাটাই আমার প্রথম প্রেম, প্রথম শিক্ষক এবং আনন্দের সবচেয়ে বড় উপাদান। ক্রিকেটের এই যাত্রাপথে অসংখ্য আবেগ অনুভব করেছি, যার মধ্যে গর্ব, লড়াই, শিক্ষা এবং ভালবাসা রয়েছে। ভারতীয় বোর্ড, হরিয়ানা ক্রিকেট সংস্থা, কোচ, সাপোর্ট স্টাফ, সতীর্থ এবং সবার আগে সমর্থকদের কাছে আমি কৃতজ্ঞ। সমর্থকদের ভরসা এবং সমর্থন আমাকে প্রতিটা মুহূর্তে শক্তি জুগিয়েছে।”

আরও পড়ুনঃ  বেনাপোলে অত্যাধুনিক মোটরসাইকেল সার্ভিসিং সেন্টার “বাইক ওয়ার্ল্ড” এর উদ্বোধণ

ভারতের হয়ে তিনটি ফরম্যাটেই খেলেছেন অমিত। ২২টি টেস্ট, ৩৬টি একদিনের ম্যাচ এবং ১০টি টি-টোয়েন্টি খেলেছেন। যথাক্রমে ৭৬, ৬৪ এবং ১৬টি উইকেট নিয়েছেন। ২০০৩-এ ত্রিদেশীয় একদিনের সিরিজে বাংলাদেশ ম্যাচে অমিতের অভিষেক হয়। ২০০৮-এ মোহালিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট অভিষেক। প্রথম ম্যাচেই এক ইনিংসে পাঁচ উইকেট নেন।

আরও পড়ুনঃ  ভারতের সঙ্গে সম্পর্ক ছিল একপেশে, আমি ক্ষমতায় আসার পর তা বদলেছে: ট্রাম্প

২০১৬ সালে সর্বশেষ টেস্ট এবং একদিনের ম্যাচ খেলেছেন। পরের বছর খেলেন শেষ টি-টোয়েন্টি ম্যাচ। যদিও এরপর ঘরোয়া ক্রিকেট এবং আইপিএলে নিয়মিত খেলেছেন। আইপিএলের ইতিহাসে সপ্তম সর্বোচ্চ উইকেটশিকারী অমিতই। শুধু তাই নয়, তিনবার হ্যাটট্রিক করেছেন, যে নজির আর কারও নেই। ২০০৮-এ দিল্লির হয়ে, ২০১১ সালে পাঞ্জাবের হয়ে এবং ২০১৩ সালে হায়দরাবাদের হয়ে হ্যাটট্রিক করেন। ১৬২টি ম্যাচে ১৭৪টি উইকেট রয়েছে তার।

আরও পড়ুনঃ  শার্শার উলাশী ইউনিয়ানে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

অবসরের পরও ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকতে চান অমিত। কোচিং করানো, ধারাভাষ্য দেওয়া এবং তরুণ ক্রিকেটারদের উপদেশ দেওয়ার মতো কাজে যুক্ত থাকতে পারেন। পাশাপাশি সোশ্যাল মিডিয়া এবং ইউটিউবের মাধ্যমে সমর্থকদের সঙ্গে যোগাযোগ রাখবেন বলে জানিয়েছেন অমিত।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।