
 অনলাইন ডেস্ক : আগামী ৪ নভেম্বরের মধ্যে অমর একুশের বইমেলার আয়োজনের স্পষ্ট ঘোষণা দেওয়ার দাবি জানিয়ে সরকারকে আলটিমেটাম দিয়েছে একুশে বইমেলা সংগ্রাম পরিষদ। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে সংবাদ সম্মেলন করে একুশে বইমেলা সংগ্রাম পরিষদ এই দাবি ও কর্মসূচি ঘোষণা করে। এ সময় জানানো হয়, ৪ নভেম্বরের মধ্যে ঘোষণা না এলে ৫ নভেম্বর প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রা করে তার কাছে স্মারকলিপি পেশ করবে সংগঠনটি। সংবাদ সম্মেলনে জাতীয় কবিতা পরিষদের সভাপতি ও কবি মোহন রায়হান বলেন, ‘আমরা সরকারকে আগামী ৪ নভেম্বর পর্যন্ত আলটিমেটাম দিচ্ছি। স্পষ্টভাবে ঘোষণা দিতে হবে যে বইমেলা কত তারিখ থেকে আমরা শুরু করব। আমরা এক তারিখ থেকেই করতে চাই, সেই ঘোষণা চাই। নাহলে আমাদের ফেরাতে পারবেন না। আমাদের লাশের ওপর দিয়ে...
অনলাইন ডেস্ক : আগামী ৪ নভেম্বরের মধ্যে অমর একুশের বইমেলার আয়োজনের স্পষ্ট ঘোষণা দেওয়ার দাবি জানিয়ে সরকারকে আলটিমেটাম দিয়েছে একুশে বইমেলা সংগ্রাম পরিষদ। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে সংবাদ সম্মেলন করে একুশে বইমেলা সংগ্রাম পরিষদ এই দাবি ও কর্মসূচি ঘোষণা করে। এ সময় জানানো হয়, ৪ নভেম্বরের মধ্যে ঘোষণা না এলে ৫ নভেম্বর প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রা করে তার কাছে স্মারকলিপি পেশ করবে সংগঠনটি। সংবাদ সম্মেলনে জাতীয় কবিতা পরিষদের সভাপতি ও কবি মোহন রায়হান বলেন, ‘আমরা সরকারকে আগামী ৪ নভেম্বর পর্যন্ত আলটিমেটাম দিচ্ছি। স্পষ্টভাবে ঘোষণা দিতে হবে যে বইমেলা কত তারিখ থেকে আমরা শুরু করব। আমরা এক তারিখ থেকেই করতে চাই, সেই ঘোষণা চাই। নাহলে আমাদের ফেরাতে পারবেন না। আমাদের লাশের ওপর দিয়ে...
Developed by BDITHOST