
অনলাইন ডেস্ক : প্রায় ৫০০ বছর পর প্রথমবারের মতো কোনো ইংরেজ রাজা ও ক্যাথলিক পোপ একসঙ্গে প্রার্থনায় অংশ নিয়েছেন। ভ্যাটিকানের ঐতিহাসিক সিস্টিন চ্যাপেলে ব্রিটিশ রাজা চার্লস তৃতীয় ও পোপ লিও যৌথভাবে এই প্রার্থনা করেন। ১৫৩৪ সালে রাজা হেনরি অষ্টমের সময় রোমান ক্যাথলিক চার্চ থেকে বিচ্ছিন্ন হওয়ার পর একসঙ্গে প্রার্থনার ঘটনা এটাই প্রথম। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। বার্তাসংস্থাটি বলছে, প্রার্থনার সময় চার্চ অব ইংল্যান্ডের সর্বোচ্চ ধর্মীয় অভিভাবক হিসেবে রাজা চার্লস পোপের বাম পাশে বেদির কাছে বসেন। প্রার্থনা পরিচালনা করেন পোপ লিও ও অ্যাংলিকান আর্চবিশপ স্টিফেন কটরেল। এতে অংশ নেয় সিস্টিন চ্যাপেল কয়ার ও রাজ পরিবারের দুই কয়ার দল। এর আগে রাজা চার্লস শেষ তিন পোপের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং পোপ জন পল দ্বিতীয় ও বেনেডিক্ট...
Developed by BDITHOST