
স্টাফ রিপোর্টার: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ভর্তি পরীক্ষা জালিয়াতির অভিযোগে জড়িত ছাত্রলীগের ৫ নেতা-কর্মীকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। এরমধ্যে রাবির চারজন ও নগর ছাত্রলীগের এক নেতা রয়েছে। শনিবার (১৯ আগস্ট) কেন্দ্রীয় ছাত্রলীগের দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি সংগঠনবিরোধী, শৃঙ্খলা-পরিপন্থি অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুণ্ন হয় এমন কার্যকলাপের সঙ্গে জড়িত ৫ জনকে স্থায়ী বহিষ্কার করা হয়। স্থায়ী বহিষ্কৃতরা হলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মুশফিক তাহমিদ তন্ময়, রাবির শের-ই বাংলা ফজলুল হক হল শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক রাজু আহমেদ, রাবি শহীদ হবিবুর রহমান হল শাখার কর্মী মহিবু মমিন সনেট, শের-ই বাংলা ফজলুল হক হল শাখার কর্মী শাকোয়ান সিদ্দিক প্রাঙ্গণ এবং রাজশাহী মহানগর ছাত্রলীগের শিক্ষা ও পাঠচক্র সম্পাদক তরিকুল...
Developed by BDITHOST