অনলাইন ডেস্ক : গত ৩০ অক্টোবর সন্ধ্যায় বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ক্যাম্প শুরু হয়। পরদিন অনুশীলন শুরু করেন সহকারী কোচ হাসান আল মামুন। পাঁচ দিন পেরিয়ে যাওয়ার পর আজ (বুধবার) সন্ধ্যায় বাফুফে আনুষ্ঠানিকভাবে নভেম্বর উইন্ডোর জন্য দল ঘোষণা করেছে। ১৩ নভেম্বর নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ এবং ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলবে বাংলাদেশ।
রিপোর্টিংয়ের আগের দিনই সাধারণত বাফুফে আনুষ্ঠানিকভাবে জাতীয় ফুটবলারদের নাম প্রকাশ করে। হ্যাভিয়ের ক্যাবরেরা আসার পর চিরাচরিত এই সংস্কৃতি থেকে বিচ্যুত হয় দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। গতকাল স্পেন থেকে আসার পর এই প্রধান কোচ সাংবাদিকদের জেরার মুখে পড়েন। এরপরই আজ দল ঘোষণা করল বাফুফে।
হ্যাভিয়ের ক্যাবরেরার সিদ্ধান্তহীনতা প্রকাশ পেয়েছে বিলম্বিত দল প্রকাশেও। ২৬ জন নিয়ে ক্যাম্প শুরু হওয়ার কথা। সেই তালিকাই ছিল মূলত ম্যানেজার ও বাফুফে সচিবালয়ের কাছে। ৩০ অক্টোবর ক্যাম্প শুরুর পরদিন আবাহনীর আরেক গোলরক্ষক পাপ্পু হোসেনকে ডাকেন। মিডিয়া এতদিন জেনে এসেছে কিংসের ১০ জন এবং হামজা–সামিত বাদে ১৪ জন ফুটবলার অনুশীলন করছেন। আজ দল প্রকাশ করায় পাপ্পুর নামও বেরিয়ে এসেছে।
অক্টোবর উইন্ডোতে হংকংয়ের বিপক্ষে হোম-অ্যাওয়ে দু’টি ম্যাচ খেলেছিল বাংলাদেশ। ওই দুই ম্যাচের জন্য প্রাথমিক দল ছিল ২৮ সদস্যের। সেই দল থেকে বাদ পড়েছেন মোহামেডানের ডিফেন্ডার মেহেদী হাসান, ফরোয়ার্ড সুমন রেজা আর ফাহমিদুল ইসলাম। ফাহমিদুল দুই কার্ডের জন্য এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে খেলতে পারবেন না। এই তিন জনের পরিবর্তে গোলরক্ষক পাপ্পু ও ডিফেন্ডার শাকিল হোসেন আবার দলে ফিরেছেন।
জাতীয় দলের হেড কোচ ক্যাবরেরা ১৫ জন ফুটবলার নিয়ে অনুশীলন করিয়েছেন আজও। বসুন্ধরা কিংসের দশ জন ফুটবলার ৭ নভেম্বর আসবেন। বাংলাদেশের দুই প্রাণভোমরা হামজা চৌধুরি ১০ ও শামিত সোমের ১২ নভেম্বর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
বাংলাদেশের স্কোয়াড
গোলরক্ষক : মিতুল মারমা, পাপ্পু হোসেন, সুজন হোসেন ও মেহেদী হাসান শ্রাবণ
ডিফেন্ডার : তপু বর্মণ, সাদ উদ্দিন, তাজ উদ্দিন, শাকিল হোসেন, জায়ান আহমেদ, তারিক কাজী, রহমত মিয়া, শাকিল আহাদ তপু, আব্দুল্লাহ ওমর
মিডফিল্ডার : সোহেল রানা, মো. সোহেল রানা, জামাল ভূঁইয়া, হৃদয়, কাজেম শাহ, হামজা চৌধুরি, শামিত সোম, মোরসালিন
ফরোয়ার্ড : শাহরিয়ার ইমন, রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম, আরমান ফয়সাল আকাশ, আল আমিন, ইব্রাহীম

