
অনলাইন ডেস্ক : আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ৬৬টি দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্তভাবে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ ছাড়া আরও ১৬টি সংস্থার বিষয়ে দাবি ও আপত্তি যাচাইয়ের জন্য ১৫ কার্যদিবস সময় দিয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত নিয়েছ ইসি। বৃহস্পতিবার (৬ নভেম্বর) নির্বাচন কমিশন এ তথ্য জানায়। ইসি জানিয়েছে, গত ২৮ সেপ্টেম্বর জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালনের জন্য ৭৩টি সংস্থার প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়েছিল। এরপর প্রয়োজনীয় যাচাই-বাছাই ও অভিযোগ নিষ্পত্তির পর ৬৬টি সংস্থাকে নিবন্ধন দেওয়া হয়। এ ছাড়া, আরও ১৬টি সংস্থার বিষয়ে অতিরিক্ত সময় নিয়ে যাচাই করা হবে বলে জানানো হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নিবন্ধিত ৯৬টি স্থানীয় নির্বাচন পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা ২০২৫-এর ধারা ১৬ অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়েছে। নতুন...
Developed by BDITHOST