
অনলাইন ডেস্ক : দেশের ছয় জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) বদলি বা পদায়ন করেছে সরকার। রাষ্ট্রপতির আদেশক্রমে আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে উপসচিব আবু সাঈদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়। এতে বলা হয়েছে, বদলি বা পদায়নকৃতদের মধ্যে পিবিআইয়ের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সারওয়ার আলমকে গাইবান্ধা জেলার পুলিশ সুপার, দিনাজপুর জেলার পুলিশ সুপার মো. মারুফাত হুসাইনকে ফরিদপুর জেলার পুলিশ সুপার, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. মিজানুর রহমানকে দিনাজপুর জেলা পুলিশ সুপার করা হয়েছে। এছাড়া, হবিগঞ্জের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমানকে পাবনা জেলা পুলিশ সুপার, ডিএমপির উপ-পুলিশ কমিশনার গৌতম কুমার বিশ্বাসকে হবিগঞ্জ জেলার পুলিশ সুপার, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ বিল্লাল হোসেনকে নীলফামারী জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। জনস্বার্থে জারী করা এ আদেশ অবিলম্বে...
Developed by BDITHOST