নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শনিবার। রাত ১:১২। ১৫ নভেম্বর, ২০২৫।

৭ নভেম্বর ও ২৪-এর চেতনা বাস্তবায়নে বিএনপি সরকার গঠন করবে: মামুন

নভেম্বর ১৪, ২০২৫ ১১:৩৩
Link Copied!

স্টাফ রিপোর্টার : জেলা বিএনপির সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মামুন বলেছেন,“পঁচাত্তরের ৭ নভেম্বর ও চব্বিশের গণঅভ্যুত্থানের চেতনা আমাদের রাজনৈতিক ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। এই চেতনা থেকেই বাংলাদেশ বহুবার সংকটের মধ্যেও নতুন পথ খুঁজে পেয়েছে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও সেই চেতনা জনগণকে নতুন আশা ও পরিবর্তনের পথে এগিয়ে নেবে বলে আমরা বিশ্বাস করি।”

শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে নগরীর আলুপট্টি মোড়ে জেলা তরুণ দল আয়োজিত ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’-এর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন তিনি।

তিনি আরও বলেন,“৭ নভেম্বর কেবল একটি দিবস নয়, এটি আমাদের গণতান্ত্রিক চেতনার প্রতীক। পরাধীনতার শৃঙ্খল ভেঙে যেদিন সিপাহী জনগণ নতুন যাত্রা শুরু করেছিল, সেই দিনের তাৎপর্য আজও সমানভাবে প্রাসঙ্গিক। বিশেষ করে চব্বিশের গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের পতনের পর বাংলাদেশ যে নতুন পথচলা শুরু করেছে, তার সঠিক দিকনির্দেশ করতে আগামী জাতীয় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ৭ নভেম্বরের ঐতিহাসিক চেতনাকে বুকে ধারণ করে ধানের শীষকে বিজয় করার লক্ষ্যে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকবো।”

আলোচনা সভার পর আলুপট্টি মোড় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বোয়ালিয়া মোড়ে জেলা তরুণ দলের কার্যালয়ের সামনে শেষ হয়। স্লোগান, ব্যানার, ফেস্টুন ও তরুণ নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

শোভাযাত্রা শেষে সমাপনী বক্তব্য দেন জেলা শ্রমিক দলের সভাপতি রুকুনুজ্জামান আলম। তিনি বলেন,“৭ নভেম্বরের চেতনা আমাদের শক্তি জোগায়। দেশের শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় এই চেতনা আজও সমান প্রাসঙ্গিক।

”আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী তরুণ দল রাজশাহী জেলা শাখার সভাপতি গোলাম মোর্তুজা মাসুম। তিনি বলেন, দেশের যুবসমাজ আজ পরিবর্তনের পক্ষে সোচ্চার। গণতন্ত্র, ভোটাধিকারের সুরক্ষা ও রাজনৈতিক স্বাধীনতা প্রতিষ্ঠায় তরুণদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।

পুঠিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন- রাজশাহী বিভাগের তরুণ দলের সাংগঠনিক সম্পাদক সাহিফুল ইসলাম সুমন ও জেলা তরুণ দলের সাংগঠনিক সম্পাদক মানাজির আহসান, দপ্তর সম্পাদক হাতেম আলী, নওহাটা পৌর তরুণ দলের সভাপতি সোহেল রানা।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।