
স্টাফ রিপোর্টার : জেলা বিএনপির সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মামুন বলেছেন,“পঁচাত্তরের ৭ নভেম্বর ও চব্বিশের গণঅভ্যুত্থানের চেতনা আমাদের রাজনৈতিক ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। এই চেতনা থেকেই বাংলাদেশ বহুবার সংকটের মধ্যেও নতুন পথ খুঁজে পেয়েছে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও সেই চেতনা জনগণকে নতুন আশা ও পরিবর্তনের পথে এগিয়ে নেবে বলে আমরা বিশ্বাস করি।” শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে নগরীর আলুপট্টি মোড়ে জেলা তরুণ দল আয়োজিত ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’-এর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন তিনি। তিনি আরও বলেন,“৭ নভেম্বর কেবল একটি দিবস নয়, এটি আমাদের গণতান্ত্রিক চেতনার প্রতীক। পরাধীনতার শৃঙ্খল ভেঙে যেদিন সিপাহী জনগণ নতুন যাত্রা শুরু করেছিল, সেই দিনের তাৎপর্য আজও সমানভাবে প্রাসঙ্গিক। বিশেষ করে চব্বিশের গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের পতনের পর বাংলাদেশ যে নতুন পথচলা...
Developed by BDITHOST