নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বুধবার। রাত ১০:০৮। ১২ নভেম্বর, ২০২৫।

৮০০ দিন ও ৮৩ ইনিংসের সেঞ্চুরি খরায় কোহলির পাশে বাবর

নভেম্বর ১২, ২০২৫ ৮:৩০
Link Copied!

অনলাইন ডেস্ক : বাবর আজম ও বিরাট কোহলির মধ্যে কে সেরা, সেই বিতর্ক মাঝেমধ্যে ওঠে। একটা সময় দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে একে অন্যের রেকর্ড ভাঙতে দেখা যেতো তাদের। আরেকবার কোহলিকে ছুঁলেন বাবর, তবে এবার অবাঞ্ছিত এক কীর্তি হলো তার।

গতকাল মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে ৫১ বল খেলে ২৯ রান করেন বাবর। ২৪তম ওভারে ওয়ানিন্দু হাসারাঙ্গার স্পিনে ব্যাট ও প্যাডের মাঝ দিয়ে বোল্ড হন পাকিস্তানের ব্যাটার। দল জিতেছে, কিন্তু তার ধারাবাহিকভাবে অফফর্মে থাকা চিন্তায় ফেলেছে পাকিস্তানকে।

এনিয়ে ৮৩ ইনিংস হয়ে গেল, সেঞ্চুরি নেই বাবরের ব্যাটে। সবশেষ তিনি তিন অঙ্কের ঘরে যান নেপালের বিপক্ষে ২০২৩ সালের এশিয়া কাপে। দিনের হিসাবে ৮০০ দিন। আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি ছাড়া সবচেয়ে বেশি ইনিংস কাটানোর রেকর্ডে কোহলির পাশে বসেছেন বাবর। ৮৮ ইনিংস নিয়ে এই রেকর্ডে এশিয়ান ব্যাটারদের মধ্যে সবার উপরে সনাৎ জয়াসুরিয়া।

এই ম্যাচে শ্রীলঙ্কা অধিনায়ক চারিথ আসালাঙ্কা টসে জিতে বোলিং নেন। সালমান আগার সেঞ্চুরিতে ২৯৯ রান করে পাকিস্তান। তারপর হারিস রউফের দারুণ বোলিংয়ে ২৯৩ রানে শ্রীলঙ্কাকে থামিয়ে ৬ রানে জেতে স্বাগতিকরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।