নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ মঙ্গলবার। রাত ১২:৪৫। ১৯ আগস্ট, ২০২৫।

৮৫ কর্মকর্তাকে পুনর্বহাল করে প্রজ্ঞাপন জারি নির্বাচন কমিশনের

আগস্ট ১৮, ২০২৫ ৯:৫৫
Link Copied!

অনলাইন ডেস্ক : চাকরিচ্যুত ৮৫ জন উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তাকে পুনর্বহালের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (১৮ আগস্ট) এই বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করেছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

এর আগে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায়ে এই কর্মকর্তাদের চাকরিতে পুনর্বহালের নির্দেশ দেওয়া হয়। রায়ে উল্লেখ করা হয়, চাকরি হারানো কর্মকর্তাদের সব ধরনের সুযোগ-সুবিধাও ফেরত দিতে হবে।

আরও পড়ুনঃ  তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত, বন্ধ রাজশাহী-রহনপুর রেলযোগাযোগ

২০০৭ সালের ৩ সেপ্টেম্বর তত্ত্বাবধায়ক সরকারের সময় বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে নিয়োগ পাওয়া এই ৮৫ কর্মকর্তাকে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দেওয়া হয়েছিল এমন অভিযোগে চাকরিচ্যুত করা হয়।

আরও পড়ুনঃ  নারী সাফের সংবাদ সম্মেলনেও ‘পাঙাস মাছ’ প্রসঙ্গ

পরে এ বিষয়ে দীর্ঘ আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে আপিল বিভাগ ২০২২ সালের ১ সেপ্টেম্বর রায় দেন। তবে ওই রায়ের বিরুদ্ধে আপিলসহ চারটি পৃথক রিভিউ আবেদন করা হয়। সব শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বেঞ্চ গত ২৫ ফেব্রুয়ারি চূড়ান্তভাবে চাকরি ফেরতের নির্দেশ দেন।

আরও পড়ুনঃ  পুলিশ পরিবারের মেধাবী সন্তানদের মেধাবৃত্তি প্রদান

নির্বাচন কমিশনের জারি করা সর্বশেষ প্রজ্ঞাপনের মাধ্যমে ওই কর্মকর্তারা আবারও দায়িত্ব পালনের সুযোগ পাচ্ছেন।-ইত্তেফাক

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।