মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে শুক্রবার (২৩ অক্টোবর) রাতে রাজশাহী রেঞ্জের ডিআইজি শারদীয় দূর্গা মন্দির পরিদর্শন করেন। পরিদর্শন শেষে শিব বিগ্রহ মন্দির চত্বরে এক আলোচনা সভায় উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি অজিত কুমার মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আব্দুল বাতেন বিপিএম, পিপিএম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, নওগাঁ পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বিপিএম। এ সময় ডিআইজি ও পুলিশ সুপার এর সহধর্মীনি, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. রকিবুল আক্তার ও তার সহধর্মীনি, অতিরিক্ত পুলিশ সুপার ( মহাদেবপুর সার্কেল) আবু সালেহ মোঃ আশরাফুল আলম, মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম জুয়েল, ওসি (তদন্ত) মো. সিদ্দিকুর রহমান, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অজিত কুমার মন্ডল, মহাদেবপুর থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. সাখাওয়াত হোসেন, অর্থ সম্পাদক মেহেদী হাসান, শিব বিগ্রহ মন্দির কমিটির সভাপতি মিলন কুমার সরকার, প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আব্দুল বাতেন বলেন, স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায়রেখে সৌহার্দপূর্ণ পরিবেশে শারদীয় দূর্গা উৎসব উদযাপনের দিক নির্দেশনা দেন।
প্রধান সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার
প্রধান কার্যালয় : বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী।
মেইল: newssomoyerkotha@gmail.com , editorsomoyerkotha@gmail.com মোবাইল : ০১৮১৭-১২২২৪৩